লালমনিরহাটের জীবিত পুঁতে রেখে হত্যা, চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। লালমনিরহাটের কালিগঞ্জে জীবিত পুঁতে রেখে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় কঙ্কাল উদ্ধারপূর্বক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর। নিহত মোঃ আলমগীর হোসেন এর পরিবারের পক্ষ থেকে তার ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে ১৪ জুলাই ২০২২ তারিখ কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আদম আলী (৫৮), পিতা-মৃত জহর উদ্দিন, সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে, ধৃত আসামী অন্যান্য আসামীদের সহায়তায় ঐ দিন পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে কোমল পানীয় ও জুসের সাথে চেতনানাশক সেবন করিয়ে জীবিত অবস্থায় বাঁশঝাড়ের মধ্যে মাটিতে পুঁতে  হত্যা করে বলে স্বীকার করে।

মামলা সুত্রে জানাগেছে, নিহত মোঃ আলমগীর হোসেন (৪৫) এর মায়ের জমি ভোগ করে আসছিল তার সৎভাই খেলান উদ্দিন ও আবদুস সাত্তার। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এক বছর আগে তার সৎভাইদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল আলমগীর হোসেন (৪৫) এর পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

বিষয়টির কোন কুলকিনারা পাচ্ছিল না পুলিশ, এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর উক্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করলে অবশেষে এক ব্যক্তির স্বীকারোক্তিতে ঘটনার জট খোলে। ১৩ জুলাই ২০২২ তারিখ আদিতমারী উপজেলার পশ্চিম রামদেব গ্রামে তার সৎভাই আবদুস সাত্তারের ভায়রা আবদুল আজিজ ওরফে রাশেদুল ড্রাইভার ও ঐ গ্রামের বাসিন্দা আশরাফ আলী এবং সেকেন্দার আলীর সহযোগিতায় একটি বাড়িতে আলমগীর হোসেন (৪৫) কে ডেকে কৌশলে কোমল পানীয় ও জুসের সাথে চেতনানাশক খাওয়ান এতে মোঃ আলমগীর হোসেন (৪৫) জ্ঞান হারিয়ে ফেললে আসামীদ্বয় জীবিত অবস্থায় বাঁশঝাড়ের মধ্যে তাকে পুঁতে রাখে। ঐ সময় উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর মধ্যে ভিকটিমের সৎভাই খেলান উদ্দিনও মারা যায়।

এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ই আগস্ট ২০২৩ ইং তারিখ গাজীপুর জেলার টুঙ্গী থানা এলাকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ক্লুলেস এই হত্যা মামলার আসামী মোঃ আদম আলী (৫৮)’কে গ্রেফতার করে।

আসামীদের গ্রেফতার জন্য র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। ধৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles