১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে র‍্যাব -১৩‍ কর্তৃক দিন ব্যাপী আয়োজন

রংপুর প্রতিনিধি ।। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদৎ বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যাব-১৩, রংপুর কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। দিনের শুরুতে ব্যাটালিয়ন সদর দপ্তরসহ সকল কোম্পানীতে সকালে জাতীয় পতাকা (অধ্য নির্মিত) উত্তোলন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে নির্মিত প্রামান্য চিত্র র‌্যাব-১৩ ব্যাটালিয়নের সকল কোম্পানীসহ ভিটিসির মাধ্যমে প্রদর্শিত হয়।

১২০০ ঘটিকায় র‌্যাব-১৩ এর চিত্তবিনোদন কক্ষে অধিনায়ক বঙ্গবন্ধুর জীবনী এবং জাতীয় শোক দিবসেন তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার মাধ্যমে বক্তব্য প্রদান করেন। দুপুরে ব্যাটালিয়ন সদর এর জামে মসজিদে কোরআন খতম এবং জোহরের নামাজ শেষে ১৫ আগস্ট এর শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে এতিম শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন এতিম খানায় দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিশেষ কর্মসূচি হিসেবে অত্র ব্যাটালিয়নে “সন্ধানী” এর মাধ্যমে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যাতে ব্যাটালিয়নের অধিনায়ক এবং উপ অধিনায়কসহ বিভিন্ন পদবীর র‌্যাব সদস্যগণ রক্তদান করেন।

এছাড়াও অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ০৮ (আট) টি জেলায় (রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাট) কোন বিশেষ দল বা গোষ্ঠী যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনা মোতাবেক র‌্যাব-১৩ এর আওতাধীন এলাকায় পেট্রোলিং এর মাধ্যমে পর্যাপ্ত টহল টিম ও সাদা পোশাকে ডিউটিতে মোতায়েন করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles