বিপুল পরিমাণ মাদক সহ সিন্ডিকেট হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।। দিনাজপুরে বিপুল পরিমাণ মাদকসহ দিনাজপুর জেলার মাদক সিন্ডিকেটের প্রধান র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

র‌্যাব-১৩ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ১১ই আগস্ট দিবাগত রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন ৪নং শখপুরা ইউনিয়ন তথা ৯ নং ওয়ার্ড ভাটিনা ঠাকুরবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃরেজাউল ইসলাম (৪২)কে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করা হয়।

রাতে অভিযান চলাকালীন সময় মোঃরেজাউল ইসলাম এর নিজ বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩২ কেজি গাঁজা জব্দ করে র‌্যাব। এ সময় আসামি রেজাউল ইসলাম কেও আটক করা হয়।

বহুদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রেজাউল মাদকের বড় বড় চালান সংগ্রহ করে সমগ্র উত্তরবঙ্গে এসব মাদক সরবরাহ করে আসছিল বলে জানাগেছে।

আসামি তার নিজ অপরাধ স্বীকার করায় তার বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতায়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে পুলিশে হস্তান্তর করা হয় মর্মে জানিয়েছে র‌্যাব-১৩।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles