রংপুর বিভাগ

‘১৬ বছরেও বাবার মুখ দেখেনি আমার মেয়ে’

জেলা প্রতিনিধি, নীলফামারী : পিলখানা হত্যাকাণ্ড মামলায় চাকুরিচ্যুত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কাশিমপুর কারাগারে বন্দি জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন একথা বলেন। রোববার (১২ জানুয়ারি) বিকেলে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। ওই কর্মসূচিতে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে চাকুরি হারানো বিডিআরের হাবিলদার জোবায়দুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিডিআর সদস্য সন্তোষ কুমার, আব্দুল আলিম, শামসুজ্জোহা, কাশিমপুর কারাগারে বন্দি বিডিআর সদস্য জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন ও তার মেয়ে রেবেকা রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ আমান প্রমুখ।

কাশিমপুর কারাগারে বন্দি জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন বলেন, ‘মামলা থেকে খালাস পেয়েও আমার স্বামী কারাগারে বন্দি হিসেবে রাখা হয়েছে। আজও মুক্তি পাইনি। আমার স্বামীর কোনো দোষ ছিল না। ঘটনার সময় আমার মেয়ের বয়স ছিল ১১ মাস। আজ মেয়ের বয়স ১৬ বছর। মেয়ে তার বাবাকে একদিনের জন্যও দেখতে পায়নি।’

চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের শিকার এই হত্যাকাণ্ড। চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা করুণভাবে দিনাতিপাত করছেন। কেউ রিকশা চালান, কেউ শ্রমজীবী হিসেবে দিন কাটাচ্ছেন, আবার কেউ কিছুই করতে পারেননি। আমরা চাই, তদন্ত কমিশনের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’