দেশের-খবররংপুর বিভাগ

হিলি দিয়ে আসছে ভারতের পেঁয়াজ

দিনাজপুর প্রতিনিধি :
ভারতের অভ্যন্তরে রফতানি স্লট বুকিং চালু হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

বধুবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে পেঁয়াজ বোঝাই পাঁচটি ট্রাক বন্দরে প্রবেশ করে।
এর মধ্যমে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানির কার্যক্রম শুরু হলো। তবে পেঁয়াজ আমদানি হলেও এখনও পর্যন্ত আলু আমদানির কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রফতনিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রফতনি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়েছে। যার কারণে তারা সব ধরনের পণ্য রফতনি বন্ধ করেছিলেন। রাতে সমস্যার সমাধান হলে পুনরায় আজ বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনও আলু আমদানি হয়নি। সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।