রংপুর বিভাগ

হাসিনা বাংলাদেশকে নরকে পরিণত করেছিল: জাহিদুল ইসলাম

নগর প্রতিবেদক : স্বৈরাচারি শেখ হাসিনা এমন একজন ঘৃণ্য গণহত্যাকারী ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে নরকে পরিণত করেছিল। কয়েক লাখ মানুষকে মেরেও যদি ক্ষমতায় থাকার সুযোগ হতো তাহলে হাসিনা সেটাই করতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তিনদিনের সফরে এসে রংপুর নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন করে যারা এখনও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। কেননা তাদের নেত্রী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেকে বাঁচাতে পালিয়ে গিয়েছেন। সেই পালিয়ে যাওয়া ব্যক্তির কথাই আবার পুনর্বাসন ও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন।

তাদের উদ্দেশ্যে বলছি, স্বৈরাচারি হাসিনা ফিরে আসার জন্য যে চিন্তা করছে এই প্রজন্মের সঙ্গে লড়াই করে এটা কখনোই সম্ভব হবে না বলে জানিয়ে দিলাম।

সম্প্রতি জুলাই আন্দোলন নিয়ে ঢাবি ছাত্রদল সভাপতির মন্তব্য নিয়ে শিবির সভাপতি বলেন, জানি না কেন তিনি এমন মন্তব্য করেছেন। তবে কারও ইশারা-ইঙ্গিতে বাধ্য হয়ে বলেছেন কিনা বা কারও মাধ্যমে প্ররোচিত হয়ে বলেছেন কিনা এটা যথেষ্ট পর্যালোচনার দাবি রাখে।

ঢাবি ছাত্রদল সভাপতির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, তার এই বক্তব্য আন্দোলনে শহীদ ও আহতদের সঙ্গে বেঈমানি সূচক বক্তব্য। তবে তিনি ভুল স্বীকার করে নেওয়ায় আমরা তার বক্তব্যকে স্বাভাবিকভাবে নিয়েছি। রংপুর অঞ্চলের বৈষম্য নিয়ে শিবির সভাপতি বলেন, রংপুরের প্রতি বৈষম্য নিরসন এখন সময়ের দাবি। তাই তিনি রংপুরের প্রতি উন্নয়ন বৈষম্য নিরসনে কাজ করার অঙ্গীকার জানিয়ে বলেন, বর্তমান অন্তবর্তী সরকারকে আহ্বান জানাবো এবং পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদেরকে অনুরোধ করব এখানে শিক্ষা অবকাঠামো সার্বিক উন্নয়নে যেন গুরুত্ব দেয়। উন্নয়নের জায়গায় এখানে বেশ কিছু দুর্বলতা রয়েছে ছাত্রশিবির সুযোগ ও সামর্থ্য অনুযায়ী সেই সব দূর্বলতা নিরসনে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন- শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেসবাহুল করিম, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান।

উল্লেখ্য: রংপুরে তিন দিনের সফরে শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারে অংশ নেবেন বলে জানানো হয়েছে গণমাধ্যমকে।