খেলার খবর

সোহান-অঙ্কনের জোড়া শতকের পর দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচ জিতে সিরিজে ইতিমধ্যে এগিয়ে রয়েছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছিল লাল-সবুজের দল। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত শতকে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা ২৫৭ রানে অল আউট হলে ৮৭ রানের বড় জয় পায় বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা করেছিল ভালোই। দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে তুলেছিলেন ৫২ রান। তবে কার্টিস হিফি আউট হন কেবল ৫ রানে। এদিকে আরেক ওপেনার ডেল ফিলিপ্স খেলেছেন ৭৯ রানের ইনিংস। দলীয় ৯৯ রানে আউট হন ফিলিপ্স। এরপর দ্রুত আরও ৩টি উইকেট হারায় নিউজিল্যান্ড। শরিফুল ইসলাম-মোসাদ্দেক হোসেন-তানভির ইসলামদের দৃঢ় বোলিংয়ে এরপর কিউইদের আর কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। লোয়ার অর্ডার ব্যাটাররা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হননি। শেষ পর্যন্ত ২৫৭ রানেই অল আউট হয় দলটি। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোসাদ্দেক, ২ টি করে উইকেট পেয়েছেন শামিম, শরিফুল ও তানভির।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ বড় সংগ্রহের দেখা পায় অঙ্কণ ও সোহানের জোড়া শতকে। দুজন মিলে গড়েন ২২৫ রানের দুর্দান্ত জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সোহান ৭টি চার ও ৭টি ছক্কায় সাজান ১১২ রানের ইনিংস। অংকনও খেলেন নান্দনিক এক সেঞ্চুরি, শেষ ওভারের আগেই ১০৫ রানে থামেন তিনি।