সাদুল্লাপুরে এনসিপির ইফতার মাহফিল
জেলা প্রতিনিধি, গাইবান্ধা : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে সাদুল্লাপুর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ।
সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন – গাইবান্ধা জেলা শাখার আবুল বাসার, রাশেদুল ইসলাস জুয়েল, ফিদা হাসান, মনিরুজ্জামান সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাকিল শেখ, শরিফুল ইসলাম আকাশ, বায়জিদ বোস্তমী জিম প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন- সৌরভ আহমেদ।
আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন বক্তারা। শেষে বিভিন্ন পেশাজীবী ও এতিমদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।