রংপুর বিভাগ

‘সরকারের লক্ষ্য একটি বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠন করা’

জেলা প্রতিনিধি, রংপুর : জুলাই-আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারের লক্ষ্য একটি বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠন করা বলে জানিয়েছেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে দিবসটি উপলক্ষে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় মুখ্য আলোচক হিসাবে এসব বলেন তিনি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, যেখানে ন্যায় বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষিত থাকবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ন্যায়বিচার, সাম্য এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সত্যিকারের বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠন করা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানাই।
মুক্ত আড্ডায় অংশগ্রহণ করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মজিদ আলী, পুলিশ সুপার মো. আবু সাইম, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. জিলুফা সুলতানা, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসিয়ারা জামান কলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক মো. ইমরান আহমেদ, ইমতিয়াজ আহমদ ইমতি, জুলাই কন্যা মোছা. সাবিনা ইয়াসমিন প্রমুখ।
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সমাজসেবা অধিদফতর: উপদেষ্টা

‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রংপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে রংপুর জিলা স্কুল মাঠ থেকে শিল্পকলা একাডেমি মিলনায়তন পর্যন্ত ওয়াকাথন (হেঁটে চলা) আয়োজন করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠান আয়োজন করে।