সবথেকে বেশি ডিলিটেড অ্যাপ ইনস্টাগ্রাম
ডাউনলোড ও আনইন্সটল, স্মার্ট-ফোনের যুগে এই চক্রের সঙ্গে পরিচিত নন, এমন ব্যক্তি কমই রয়েছেন। এই দুই পদক্ষেপের কোনটা হবে, সেটা নির্ভর করে নির্দিষ্ট অ্যাপের জনপ্রিয়তা ও নির্দিষ্ট ইউজারের কাছে সেটির কার্যকারিতার ওপর।
২০২৩ সালে সবথেকে বেশি আনইনস্টলড বা ডিলিটেড অ্যাপ হলো ইনস্টাগ্রাম। তথ্য জানাচ্ছে, বিশ্বব্যাপী নেটমহলের বাসিন্দাদের মধ্যে প্রায় সাড়ে ১২ হাজার জন প্রতি মাসে সার্চ করেছেন কীভাবে ইনস্টাগ্রাম ডিলিট করা যায়।
সম্প্রতি সামনে উঠে আসা তথ্যটি নিজের ওয়ালে শেয়ারও করেছেন এক্স (আগের টুইটার) ওনার ইলন মাস্ক। এমনিতেই ইনস্টাগ্রামের মাদার কোম্পানি মেটার সঙ্গে বর্তমানে এক্স-এর প্রতিযোগিতা অজানা নয় গোটা বিশ্বের। এর মাঝেই ইনস্টার বিপক্ষে যাওয়া তথ্য শেয়ার করে লড়াইয়ের আগুনে আরও খানিক তেল দিলেন মাস্ক।
লক্ষণীয়, গত বছরে সবথেকে বেশি ডিলিটেড অ্যাপ হলেও বর্তমানে ইনস্টার ইউজার সংখ্যা প্রায় ২.৪ বিলিয়ন। সবথেকে বেশি ডিলিটেড অ্যাপের তালিকায় ইনস্টার পরেই রয়েছে স্ন্যাপচ্যাট।