শহীদ ফারহান ফাইয়াজ মাঠ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
েস্পার্টস েডস্ক :
জাতীয় সংসদ ভবনের পশ্চিম পার্শ্বে বিশেষ চাহিাদসম্পন্ন শিশুদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার মাঠের উদ্বোধনের সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘জুলাই গণঅভ্যূত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ কখনও শোধ করা সম্ভব হবে না। কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে, সেটা আমরা চেষ্টা করছি।’
জুলাই-অগাস্ট অভ্যুত্থানে ‘শহীদদের’ নামে উপজেলা পর্যায়ে ২২০টির বেশি স্টেডিয়াম স্থাপন হবে। আজকের অনুষ্ঠানে এই ঘোষণাও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ স্টেডিয়ামগুলো স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।
উপদেষ্টা আরও বলেছেন, ‘২০২৫ সালের যে পাঠ্যপুস্তক আসবে, জুলাই গণঅভ্যূত্থান নিয়ে আমাদের শহীদদের বীরত্বগাঁথা লেখা থাকবে। আমাদের পরিকল্পনা আছে পাঠ্যপুস্তকে যেন জুলাই গণঅভ্যূত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারে। শহীদদের বীরত্বগাঁথা তুলে ধরার প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া এবং মা ফারহানা দিবা।