শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি
নগর প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি। রোববার (০৭ এপ্রিল) বিকেলে রংপুর শহর থেকে ৬২ কিলোমিটার দূরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান তিনি।
প্রধান বিচারপতিকে পেয়ে শহীদ আবু সাঈদের স্বজনরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই যেন আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার তারা পান সেই আকুতি জানিয়েছেন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তার সফর সঙ্গীদের নিয়ে রংপুর শহর থেকে বিকালে সরাসরি বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে গেলে তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, বড় ভাই রমজান আলী ও মোহাম্মদ হোসেন তাদের স্বাগত জানান। সেখানে প্রধান বিচারপতি শহীদ আবু সাঈদের বাড়ির উঠানের পাশে কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। এর পরেই তিনি শহীদ আবু সাঈদের স্বজনদের সঙ্গে একান্তে কথা বলেন।
এ সময় প্রধান বিচারপতি অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি। তবে শহীদ আবু সাঈদের বড় ভাই আহমেদ হোসেন ও রমজান আলী সাংবাদিকদের জানান, তারা প্রধান বিচারপতির কাছে আবু সাঈদ হত্যা মামলা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিচার শেষ করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেন– এ বিষয়টি তারা প্রধান বিচারপতির কাছে বলেছেন।
সেই সঙ্গে পুরো পরিবার আরেকটি বিষয়ে প্রধান বিচারপতির কাছে আকুতি জানিয়েছেন, এ হত্যা মামলায় যেন কোনও নিরপরাধ ব্যক্তিকে জড়িত না করা হয় কিংবা মামলায় ফাঁসিয়ে সুবিধা নেওয়া না হয়, সেদিকে দৃষ্টি দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। প্রধান বিচারপতি তাদের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টি দেখার নিশ্চয়তা দিয়েছেন।
এর আগে দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় প্রধান বিচারপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। সে সময় তিনি শহীদ আবু সাঈদের সহপাঠী ও সতীর্থদের সঙ্গে কথা বলেন। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণভাবে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনার বর্ণনা প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন।