রংপুর বিভাগ

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৪৪ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর বিকেলে ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানার লালমনিরহাট-পাটগ্রাম পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এসময় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩৪৪ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তাসরিবুর সুলতান ও হেলাল উদ্দিন আদিতমারি থানার বারঘড়িয়া এলাকার বাসিন্দা ।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারি থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।