লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত
এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।। ২রা জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা সময় জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবার আয়াজনে র্যালী , আলোচনা সভা এবং পাঁচজন প্রতিবন্ধীর মাঝে চিকিৎসার জন্য প্রত্যকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার চেক এবং হুইল চেয়ার বিতরণ করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন এইচ এম রফিক হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট। বিশষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ফজলুল হক অতিরিক্ত পুলিশ সুপার লালমনিরহাট। ডাঃ নির্মলদু রায়, সিভিল সার্জন, লালমনিরহাট। বীর মুক্তিযাদ্ধা নুরজ্জামান আহাম্মদ, সামিউল ইসলাম, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অফিসার, এ্যাডঃ সামসুল হক, মোঃ রায়হানুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার, লালমনিরহাট।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মতিয়ার রহমান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা, লালমনিরহাট।