রংপুর বিভাগ

লালমনিরহাটে জমি বিরোধ নিয়ে দ্বন্ধ আদালতে মামলা

এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃলালমনিরহাট সদর উপজেলার গুড়িয়াদহ গজেন্দ্র নাথ মোহন্তের পুত্র সন্তোষ কুমার রায় আদালতে মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ৩৩৪/২৩। মৌজা গুড়িয়াদহ জেল নং ৬৫ সি এস খতিয়ান নং ৩৭১ জমির পরিমান ১.৪৩ শতক। এস এ খতিয়ান নং ৩২৯ জমির পরিমান ১.১৩ এর প্রজা ছিলেন রুপেশ্বরী বর্মণী ভোগদখলে ছিলেন।

তিনি মৃত্যবরণ করিলে তাহার পুত্র নিরোদ চন্দ্র বর্মন ভোগদখল থাকা অবস্থায় গত ২১/১১/৬২ তারিখে ১১৫৭০/৬২ নং এগ্রিমেন্ট দলিল মোতাবেকে গৌর মোহন বর্মনকে প্রদান করেন। উক্ত ২১/১১/৬২ তারিখে ১১৫৭১/৬২ এগ্রিমেন্ট দলিল মোতাবেকে গৌর মোহন বর্মন নিরোধ চন্দ্র বর্মনকে ফেরত প্রদান করেন।

নিরোধ চন্দ্র বর্মন স্বত্বদখল থাকা অবস্থায় মৃত্য বরণ করিলে একমাত্র পুত্র শ্রী শচীকান্ত বর্মন ওয়ারীশ হিসেবে স্বত্ব দখলে থাকেন। উক্ত রুপেশ্বরী শচীকান্ত বর্মন দখলে থাকা অবস্থায় নগদ টাকা আবশ্যক হওয়ায় গত ২৪/১১/১৯৯০ তারিখে ১৩১৬৯ নং কবলা মুলে দলিল করে দেয় গজেন্দ্র নাথ মোহন্ত এর নিকট ৭ শতক জমি বিক্রয় করেন।যাহার জেল নং ৬৫ তৌজি নং ২২০ খতিয়ান নং ৩২৯ জরিপ খংনং ২১১৫ বিআরএস খতিয়ান নং ৬৯৫ দাগ নং ২০৫৯ বিআরএস দাগ নং ২০৭৬। উক্তরুপে সম্পত্তি ক্রয় করার পর গজেন্দ্র নাথ মোহন্ত ভোগদখলে থাকায় বিআরএস রেকর্ড কার্যক্রম হইলে গজেন্দ্র নাথ মোহন্তের নামে চরান্ত রুপে বিআরএস রেকর্ড প্রচারিত হয় যাহার বিআরএস খতিয়ান নং ৬৯৫ অত্র খতিয়ান পিতা ০.০৭২ হিস্যায় ০৭ শতক বিআরএস ২০৭৬ দাগে ভোগদখল করে আছি।

এই জমির উপর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করে যাহার নং অন্য ৩৩৪/২৩। আদালতে এই মামলা দায়ের করিলে যাহা বিচারাধিন রয়েছে। এই জমিতে বোরো চাষ করিলে প্রতিপক্ষ নান্দুরারাম বর্মনের পুত্র জগবন্ধু বোরো আবাদ নষ্ট করার জন্য পায়তারা করিতেছে। এতে রঞ্জিত কুমার রায়গং বাধা প্রদান করিলে তাদেরকে বিভিন্ন প্রকার গালিগালাজ সহ হুমকি ধামকি দিয়ে আসছে। এলাকাবাসি ও গোবিন্দ কুমার রায়সহ অনেকে জানান,দীর্ঘদিন ধরে জমি সন্তোস কুমারের দখলে ভোগদখলে রয়েছে।

এব্যাপারে গোকান্ডা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন ও ইউ পি সদস্য মোহাম্মদ আলী বলেন,জমি সন্তোস কুমারের। সে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেছে।