লালমনিরহাটে গণ প্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।। বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণ প্রকৌশলী দিবস আইডিইবি ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে প্রথম আলোচনা সভা ও পরে শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলার নির্বাহী প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আলোচনা সভায় বক্তারা বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। বিগত সরকারের অনেক লক্ষ্যই অর্জিত হয়নি। সীমাহীন শ্রেণী বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নিপীড়নকে উস্কে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে।বৈষম্যের যাঁতাকলে বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হয়েছে। বর্তমান সরকারের নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দুর করার জন্য সহযোগিতা প্রত্যাশা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবির হোসেন, কাজী সাখাওয়াত হোসেন ও একেএম মমিনুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বাহির করেন আগত অতিথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির শিক্ষার্থী ও কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ অংশ গ্রহণ করেন।