লালমনিরহাটে চুরির অভিযোগে অটো চালককে নির্যাতন করে হত্যার অভিযোগ
এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।। লালমনিরহাটের পাটগ্রামে চুরির অভিযোগে হাসানুর রহমান (২৯) নামে এক অটো চালকের
পায়ে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে নির্যাতন ও মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পাটগ্রাম পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মির্জারকোর্টের নিজ বাড়িতে অটো চলকের মৃত্যু হয়।
এর আগে গত সোমবার( ১১ নভেম্বর) পাটগ্রাম ঠাকুর বাড়িতে ব্যাটারি চুরির ঘটনায় তাকে ধরে নিয়ে এসে রশি দিয়ে বেধেঁ বেধড়ক মারপিট করা হয়। নিহত হাসানুর পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জারকাট এলাকার মত আশরাফ আলীর ছল। তিনি পশায় একজন অটা চালক। ¯ানীয়রা ও নিহতর স্বজনরা জানায়, গত ১১ নভম্বর বিকল পরসভার ৬ নম্বর ওয়ার্ডর বাসিদা ইউনুস আলীর ঠাকুরবাড়ি এলাকার বাসার একটি আইপিএসর ব্যাটারি হাসানুরর অটা রিক্সায় পায় ¯ানীয়রা। এত হাসানুর ব্যাটারি চুরি করছ বল তাক আটক কর বধড়ক মারপিট কর ইউনুস আলীর ছল ও স্বজনরা। খবর পয় হাসানুরর স্ত্রী বিলকিস বগম (২৫) স্বামীক ছাড়িয় নিত গল তাকও মারধর করন। এত গুরুত্বর আহত অব¯ায় হাসানুরক ¯ানীয় একটি বসরকারি বটার লাইফ হসপিটাল চিকিৎসা দিয় বাড়িত নিয় যায় তাঁর স্ত্রী। পাঁচ দিন পর আহত হাসানুরর মত্যু হয়।
এ ঘটনায় শনিবার (১৬ নভম্বর) দুপুর মত হাসানুরর প্রতিশীরা ইউনুস আলীর বাসা ও তাঁর ছলদর ব্যবসা প্রতিষ্ঠানর সামন বিক্ষাভ করন। এ সময় অভিযুক্তরা দাকান বন্ধ কর পালিয় যায়। হাসানুরর ছাট ভাইয়র স্ত্রী শাহানাজ পারভীন বলন, ‘আমার ভাসুর নাকি আইপিএসর ব্যাটারি চুরি কর গাড়িত লাগিয়ছ। এই অভিযাগ তাক ¯ানীয়রাসহ ওই বাড়ির লাকজনরা মারপিট করছ। এ সময় তার ভাসুর হাসানুরর বুকর হাড় ভঙ যায়। তাদর এই নিন্যাতন তার ভাসুরর মত্যু হয়। পর সখান তার স্ত্রী স্বামীক বাঁচাতে গেলে তাকেও মারধর করে। আমরা এ হত্যার বিচার চাই।
হাসানুরের ছোট ভাই আনিসুর রহমান বলেন, ‘আমার ভাই ঠাকুরবাড়িতে ভাড়া নিয়ে গেছে। কে বা কারা তাঁর রিক্সায় ব্যাটারি উঠায়ে দেয় সেটি সে জানে না। পরে অটো নিয়ে আসার সময় ব্যাটারি চুরির সন্দেহে কাদের ও তাঁর ভাই (ইউনুসের ছেলে) এবং স্থানীয় লোকজন ধরে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে তাকে সেই মারধর এবং নির্যাতন করে। নিহত হাসানুরে বোন আদুরি আক্তার বলেন, আমরা গরীব মানুষ আমাদের বিচার নেই। আমার ভাইকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। দেশে কি কোন আইন নেই? আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
এ ঘটনায় ইউনুস আলী ভাটিয়ার ছেলে সুরুজ্জামান বলেন, গত ৫ দিন আগে সে ব্যাটারি চুরি করেছে আমার ভাইরা দুই একটি চড় থাপ্পড় দিয়েছে। এরপর সে বাড়িতে গিয়ে ৫ দিন পর মারা গেছে শুনেছি। ৫দিন পর কেমন করে মারা গেল এ বিষয়ে আমি কিছু জানিনা। এ ব্যপারে পাটগ্রাম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, অটো রিক্সার ব্যাটারি চুরির ঘটাটি আমরা শুনেছি। এরপর চালকের মৃত্যুর বিষয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।