রংপুর বিভাগ

নীলফামারীর চাঞ্চল্যকর সন্তান কর্তৃক পিতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গত ১৩/১১/২৪ তারিখে নীলফামারী জেলার ডোমার থানায় সন্তান কর্তৃক পিতা হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গত ১৩/১১/২৪ তারিখে বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকায় আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (২৬) এবং ভিকটিম তথা আসামীর পিতা-মৃত রবিউল ইসলাম (সাবুল) এর সাথে খেড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামী তার পিতার উপর ক্ষিপ্ত হয়ে ঘর হতে ধারালো ছোরা নিয়ে এসে ভিকটিমকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী প্রতিবেশীদের সহযোগীতায় তার স্বামীকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে পথিমধ্যে মৃত্যু বরণ করে। পরবর্তিতে তার স্ত্রী মোছা: মরিয়ম বেগম বাদি হয়ে ডোমার থানায় একটি মামলা রুজু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকা হতে অদ্য ১৬/১১/২০২৪ তারিখে প্রধান আসামী আবু বক্কর সিদ্দিক (২৬), পিতা-মৃত রবিউল ইসলাম (সাবুল), গ্রাম-উত্তর ডাঙ্গাপাড়া (সীমান্তপাড়া), থানা-ডোমার, জেলা-নীলফামারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।