দেশের-খবররংপুর বিভাগ

র‌্যাব এর যৌথ অভিযানে রংপুর মহানগরীতে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :
’বাংলাদেশ আমার অহংকার’, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গত ২৯/১০/২০২৪ তারিখে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় চাদার দাবিতে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এজাহারে উল্লেখিত প্রধান আসামী মোঃ নওশাদ হোসেন রুবেল (ব্ল্যাক রুবেল) ও অন্যান্য আসামীরা কিছুদিন পূর্বে ভিকটিমের নিকট চাঁদা দাবী করে।

ভিকটিম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় উক্ত আসামীরা ভিকটিমকে মারপিট, জখমসহ হত্যা করার হুমকি দেয়। গত ২৯/১০/২০২৪ তারিখে ভিকটিম রিফাত হোসেন ও তার বন্ধু মোঃ সায়েম বাসার পিছনে রাখা নিজ পাজেরো গাড়িতে ওঠা মাত্রই ব্ল্যাক রুবেল ও তার সহযোগিরা আগ্নেয়াস্ত্র, ছোরা, চাপাতি নিয়ে মোটরসাইকেলে এসে ভিকটিমকে গতিরোধ করে। পুনরায় চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ব্ল্যাক রুবেল ভিকটিমকে গাড়ি হতে বের হলে গুলি করবে বলে এবং অন্যান্য আসামীদের গাড়ীতে পেট্রোল ঢালতে বলে। হুকুম পেয়ে গাড়ীতে পেট্রোল ঢেলে দেয় এবং হত্যা করার উদ্দেশ্যে ব্ল্যাক রুবেল তার কাছে থাকা গ্যাস লাইট দিয়ে গাড়ীতে আগুন লাগিয়ে দেয়। সে সময় হৈ চৈ শুনতে পেয়ে স্থানীয় লোকজন দৌড়ে আসলে আসামীগণ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ী হতে ভিকটিম ও তার বন্ধুকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। ভিকটিম সায়েমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে ব্ল্যাক রুবেলসহ ১২ জনের বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ রংপুর, সিপিএসসি এবং র‌্যাব-৫ রাজশাহী, সিপিএসসি এর চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭/১১/২৪ তারিখে রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে প্রধান আসামী মোঃ নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেল (৩৩), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং-জুম্মাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রংপুর’ কে গ্রেফতার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।