রংপুর বিভাগ

র‌্যাব এর অভিযানে আলোচিত ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র‌্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের চৌকস আভিযানিক দল কর্তৃক নীলফামারী জেলার জলঢাকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে, নীলফামারী জেলার জলঢাকা থানার মামলা নং-১৩/২৯০, তারিখ- ১৬/১১/২০২৪, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১) মামলার এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী মোঃ মোজাউল ইসলাম (২৮) পিতা-মোঃ ছকদ্দি মামুদ, গ্রাম-দক্ষিণ দেশিবাই (ওয়ার্ড নং-০৯) থানা-জলঢাকা, জেলা-নীলফামারীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, উক্ত ধর্ষনের মামলাটি এলাকায় ব্যাপকভাবে সাড়া ফেলে ও চাঞ্চল্য সৃষ্টি করে। এই বিষয়টি র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে, আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতায় কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯ নভেম্বর ২০২৪ রাত আনুমানিক ০৪১৫ ঘটিকায় আসামী মোঃ মোজাউল ইসলাম (২৮) কে উল্লেখিত স্থান হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামী ঘটনার কথা স্বীকার করেন। ধৃত আসামীকে নীলফামারী জেলার জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে।