র্যাবের তল্লাশীতে রংপুরে ৩০৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
৩১ ডিসেম্বর রাতকে কেন্দ্রকরে রংপুর মহানগরীতে মাদক বিরোধী অভিযান করে র্যাব ১৩ রংপুর। রোববার সন্ধ্যায় নগরীর হাজীরহাট উত্তম স্কুল এন্ড কলেজ এলাকায় রংপুর টু সৈয়দপুর মহাসড়কের উপর মাইক্রোবাস থামিয়ে ৩০৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে গ্রেফতার করে র্যাবের একটি আভিযানিক চৌকস দল। এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাব ১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম এর পক্ষে সিনিয়র সহকারি পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। তিনি জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম উত্তরবঙ্গ হতে রাজধানী ঢাকায় মাদক পাচারের পরিকল্পনা করেছিল। তার এই পরিকল্পনাকে র্যাব-১৩, রংপুর এর মাদকের বিরুদ্ধে সার্বক্ষণিক তৎপরতা বানচাল করে দেয়। উক্ত মাদক ব্যবসায়ীর প্রকৃত মাদকের লেনদেনের উৎস উদঘাটনের নিমিত্তে র্যাব-১৩, রংপুর এর তদন্ত চলমান রয়েছে।প্রয়োজনীয় কার্যক্রম শেষে ধৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।