রৌমারী সীমান্তে ভারতীয় গরুসহ ৪ চোরাকারবারি আটক
ভারতীয় ৫টি গরুসহ ৪ জন চোরাকারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিনগত রাত সাড়ে ৩ টায় কুড়িগ্রামের রৌমারী সীমান্তের আন্তর্জাতিক ১০৫৮ নম্বর মেইন পিলারের ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রামস্থ কাউয়ারচরগ্রাম জিঞ্জিরাম নদী পাশ থেকে ভারতীয় ৫টি গরুসহ তাদের আটক করেন বিজিবি।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের হাসান আলীর ছেলে বিপ্লব মিয়া (৩০), আব্দুস সালামের ছেলে রাসেল মিয়া (২৫), গুটলিগ্রামের বাদশা মিয়ার ছেলে ফরিজ উদ্দিন (৩৫) ও শৌলমারী ইউনিয়নের চরেরগ্রামের মৃত জাহের আলীর ছেলে ইউনুছ আলী (৩৫)। তাদের কাছ থেকে ভারতীয় সীম, মোবাইল জব্দ করেন। পরে তাদের থানায় সোর্পদ করা হয়।
দাঁতভাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার মহিউদ্দিন বাদি হয়ে আটককৃত চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ৩৫ জামালপুর বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসানুর রহমান হাসান জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতীয় গরু চোরাকারবারি সাথে জরিত। ঘটনার দিন সোর্সদের তথ্যের ভিত্তিতে ভারতীয় গরু সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নেওয়ার পথে তাদের আটক করে দাঁতভাঙ্গা বিজিবির ক্যাম্পের টহলরত সদস্যরা। পরে থানায় তাদের সোর্পদ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় ৫টি গরুসহ ৪জন চোরাচালানের সাথে জরিত ব্যক্তিদের থানায় সোপর্দ করেন। পরে তাদের বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত এজাহার অনুযায়ী মামলা রুজু করা হয়। তিনি আরও বলেন, তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামীদের কুড়িগ্রাম জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান।