রংপুর বিভাগ

রেল লাইন ভেঙ্গে যাওয়ায় সাড়ে ৪ ঘন্টা পর ঠাকুরগাঁও-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-সেতাবগঞ্জ রেল রুটে সুলতানপুরের দৌলতপুর পখিবাড়ি ব্রীজ এলাকায় রেল লাইন ভেঙ্গে যাওয়ায় সাড়ে ৪ ঘন্টা বন্ধ পর বিকালে ঠাকুরগাও-পীরগঞ্জ – ঢাকা রেল যোগাযোগ শুরু হয়েছে। দুপুর থেকে পীরগঞ্জ রেল স্টেশনে অবস্থান করা পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫ টার দিকে পীরগঞ্জ স্টেশনে থেকে ছেড়ে যায়।

পীরগঞ্জ স্টেশনের সহকারি মাস্টার সোহরাব আলী সুজন জানান, পীরগঞ্জ-সেতাবগঞ্জ রেল রুটে সুলতানপুরের পখিবাড়ি ব্রীজের কাছে ৪৪২ নং পিলার এলাকায় রেল লাইনের এক পাশে^র কিছু অংশ ভেঙ্গে যায়। এতে ঢাকার সাথে রেল যোগাযোগ সাময়িক বন্ধ থাকে। এ অবস্থায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস টেনটি দুপুর থেকে পীরগঞ্জ স্টেশনে অবস্থান করছিল। দীর্ঘ অপেক্ষার পর লাইন মেরামত হলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুরের দিকে পীরগঞ্জে আসার পথে লাইন ভাঙ্গার ঘটনা ঘটতে পারে।