রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
রাশিয়ার পূর্ব উপকূলে আজ সকালে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর জাপানের কিছু অংশে আঘাত হানে সুনামি। প্রশান্ত মহাসাগরের আশেপাশে তিন মিটার (১০ ফুট) এরও বেশি উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, সুনামির আঘাতের বন্দর নগরী সেভেরো-কুরিলস্ক প্লাবিত হয়েছে। প্রায় ২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের ভবনগুলো সমুদ্রের পানিতে ডুবে আছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে রাশিয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কেউই গুরুতর আহত হননি।
জাপানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপেও ৩০ সেন্টিমিটার (এক ফুট) উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে। লোকজন গাড়িতে করে অথবা হেঁটে উঁচু স্থানে সরে যাচ্ছে।
রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, ১৯৫২ সালের পর আজকের ভূমিকম্পটি রাশিয়ার কামচাটকা অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, যে বছর ৯ মাত্রার বিশাল ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়েছিল ভূমিকম্পের কেন্দ্রস্থলটি প্রায় একই রকম ছিল। ভূমিকম্পের পর এই অঞ্চলে আরো অন্তত ছয়টি আফটারশক হয়েছে, যার মধ্যে একটির মাত্রা ছিল ৬ দশমিক ৯ এবং আরেকটি ছিল ৬ দশমিক ৩।
জাপানি সম্প্রচারক এনএইচকে বিশেষ সম্প্রচার বা কভারেজ শুরু করেছে। উপস্থাপকরা উপকূলের লোকজনকে ‘অবিলম্বে সরে যেতে’ বলছেন। লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য টেলিভিশনের পর্দায় ‘সরে যান’ বার্তা প্রচার করা হচ্ছে।
সতর্কতা : ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে ধ্বংসপ্রাপ্ত উত্তর-পূর্ব জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে, সেখানকার অপারেটর এ তথ্য জানান। জাপানের আবহাওয়া সংস্থা প্রথমে সতর্ক করেছিল, ঢেউগুলো এক মিটার পর্যন্ত উঁচু হবে, কিন্তু পরে সেটিকে আরো বিপজ্জনক করে তিন মিটার পর্যন্ত উন্নীত করা হয়। এটি জাপানের উত্তর ও পূর্ব উপকূল থেকে ওসাকার দক্ষিণে ওয়াকায়ামা পর্যন্ত বিস্তৃত ছিল। পাশাপাশি কয়েকটি ছোট দ্বীপেও বিস্তৃত ছিল।
এর বাইরে, টোকিও উপসাগর ও ওসাকা উপসাগরে ঢেউগুলো এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। স্থানীয় সময় সকাল ১০ টা থেকে ১১ টা ৩০ মিনিট (০১০০-০২৩০ জিএমটি)-এর মধ্যে এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা (ইউএসজিএস) প্রথমে রাশিয়ার ভূমিকম্পের মাত্রা ৮ বলেছিল, পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়।