রংপুর বিভাগ

রংপুর ৩ আসনে নেই নির্বাচনী আমেজ

রংপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী না থাকায় দলের নেতা-কর্মীরা চলে গেছেন জেলার অন্য আসনের প্রার্থীদের পক্ষে নির্বাচনী গণসংযোগ চালাতে। বিভিন্ন এলাকায় শুধু মাত্র বাজার গুলতে ঝুলছে অল্প কিছু পোস্টার।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি গত সাত দিন গণসংযোগ, পথসভা করেছেন। তিনি তাঁর নিজ এলাকা ছাড়াও জেলার অন্য আসনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণাতেও গেছেন।

জি এম কাদের ছাড়াও এ আসনে পাঁচ প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আনোয়ারা ইসলাম রাণী (স্বতন্ত্র), সহিদুল ইসলাম (জাসদ), শফিউল আলম (ন্যাশনাল পিপলস পার্টি), আবদুর রহমান (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ও একরামুল হক (বাংলাদেশ কংগ্রেস)। তবে জি এম কাদের, আনোয়ারা ও সহিদুল ছাড়া প্রচারণার মাঠে তেমন কেউ নেই।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাহিগঞ্জ, রঘু, মেকুরা, সাতমাথা, দর্শনা, তামপাট, কাচারি বাজার এলাকাসহ আরও কিছু পাড়ামহল্লা ঘুরে দেখা গেছে, নির্বাচনের আমেজ নেই। তবে এলাকায় এলাকায় জি এম কাদেরের লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী হিজড়া আনোয়ারা ইসলাম ওরফে রানীর ঈগল প্রতীকের কিছু পোস্টার ঝুলছে।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। পরে তা প্রত্যাহার করে নেন দলীয় সিদ্ধান্ত অনুসারে।

রংপুর-৩ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবদুর রহমান রেজু।তিনি জানান, বিভিন্ন পাড়ামহল্লাসহ মানুষের সমাগমের স্থানে গণসংযোগ করেছি। রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে বিশ্বাস তার।