রংপুর সিটি প্রেসক্লাবের নয়া কমিটি সভাপতি স্বপন সম্পাদক মানিক ও কোষাধ্যক্ষ জীবন
নগর প্রতিবেদক : রংপুর সিটি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৪-২০২৬) পুনরায় সভাপতি পদে স্বপন চৌধুরী (সমকাল), সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবীর মানিক (করতোয়া) ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম জীবন (ঢাকা মেইল) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. রুপাল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন – নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও অ্যাডভোকেট রিয়াজুল আবেদীন লিটন।
নির্বাচনে ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিতরা হলেন – সিনিয়র সহ-সভাপতি এস এম খলিল বাবু (দৈনিক বার্তা), সহ-সভাপতি হামীম আব্দুল্লাহ (মতপ্রকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক (দিনকাল), দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু (সংবাদ সারাবেলা), প্রচার সম্পাদক ফুয়াদ হাসান (মাছরাঙা টেলিভিশন), সাহিত্য-সংস্কৃতি সম্পাদক এস এম শহীদুল আলম (বায়ান্নর আলো), ক্রীড়া সম্পাদক হাসান ফেরদেৌস রাসেল (প্রতিদিনের বার্তা), কার্যকরী সদস্য শাকিল আহমেদ (দৈনিক সাইফ), উদয় চন্দ্র বর্মণ (যুগান্তর) ও শাহ আলম (বাংলাদেশ সমাচার)।
ফলাফল প্রকাশের সময় আরও উপস্থিত ছিলেন – সিটি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব উদয় চন্দ্র বর্মণ, সদস্য এস এম খলিল বাবু। এর আগে গত ১৯ ও ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ২২ ডিসেম্বর যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এদিকে সিটি প্রেসক্লাব রংপুরের দ্বিবার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি পদে স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম জীবনসহ সব নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।