রংপুর রেঞ্জ ডিআইজি’র জেলা ডিএসবি অফিসে বার্ষিক পরিদর্শন
রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলা ডিএসবি অফিসে বার্ষিক পরিদর্শন করছেন রংপুর রেঞ্জের ডিআইজি । আজ ২৪ মে সকাল ১০.০০ ঘটিকায় রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব আমিনুল ইসলাম রংপুর জেলা ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন। তিনি পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে পৌঁছলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর মোঃ জয়নাল আবেদীন তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান।
এ সময় জেলা পুলিশ রংপুরের একটি সুসজ্জিত দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। অভ্যর্থনা গ্রহণ শেষে ডিআইজি মহোদয় ডিএসবি অফিসের বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং এর সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।
অতঃপর ডিআইজি রংপুর জেলা ডিএসবি’র সকল সদস্যদের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, মো: ইলিয়াছ হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর রেঞ্জ; রংপুরসহ ডিএসবি অফিসে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার, ওয়াচার ও সিভিল স্টাফগণ।