রংপুর বিভাগ

রংপুর রেঞ্জের ক্রেস্ট বিতরণ ও অংশীজনের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সনদপত্র, ক্রেস্ট বিতরণ ও অংশীজনের সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারী) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে পৃথক পৃথক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম বিভিএম, পিভিএমএস।

এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস, জেলা কমান্ড্যান্ট এ.এইচ.এম মেহেদী হাসান, সহকারী রেঞ্জ পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন রেঞ্জের সিএ মাহবুব-উজ-জামান। অনুষ্ঠানে রেঞ্জের ১১টি ইউনিটের ৩১ জন কর্মকর্তা-কর্মচারীর মাঝে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

পরে অংশীজনের সভায় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম বিভিএম, পিভিএমএস বলেন, শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মপরিকল্পনা অংশীজনের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক। এই সভার মাধ্যমে মুলত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ের ভিডিপি সদস্য/সদস্যা অংশীজনে অংশগ্রহণে সেবা পাওয়া ও দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত হয়- সেটাই এই সভার মূল লক্ষ্য। ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলাদেশ গড়তে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সোনার বাংলার স্বপ্নচারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু-পরিবারের সকল সদস্য এবং ৫২’র ভাষা আন্দোলনে শহীদ আনসার কমান্ডার আব্দুল জব্বারসহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।