রংপুর নগরী থেকে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
নগর প্রতিবেদক : নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে র্যাব-১৩ এর একটি দল শনিবার রাতে কামারপাড়া বাসস্ট্যান্ডে অবস্থিত মেসার্স আয়েশা টেন্ডার্স এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী তন্ময় আহমেদ সোহান (১৮), কে গ্রেফতার করে । সে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার উওর কৃষ্ণপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।