রংপুর বিভাগ

রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নগর প্রতিবেদকঃ রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ ফেব্রুয়ারি সকালে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবু সাইম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় জানুয়ারি-২০২৫ মাসে রংপুর জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতির স্বাভাবিকতা ধারাবাহিকভাবে বজায় রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। সেই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য বিভিন্ন ইউনিটের অফিসার ফোর্সদের পুরস্কৃত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব আসিফা আফরোজা আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারবৃন্দ।