“রংপুর জেলা ডিবি’র অভিযানে গাঁজা সহ ১ মাদক কারবারি আটক”
নগর প্রতিবেদক : রংপুর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক গাঁজা সহ ১ মাদক কারবারিকে আটক করেছে ।
আজ ০৭ ডিসেম্বর .দুপুরে রংপুর জেলা ডিবি’র ইন্সপেক্টর আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে একটি দল জেলার গংগাচড়া থানা এলাকার ৭নং গজঘণ্টা ইউপি’র জয়দেব দোলাপাড়া মৌজাস্থ হাবু চারমাথা ব্রীজ সংলগ্ন পূর্ব পার্শ্বে হাবু চারমাথা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।
এসময় হাবুর মোড় টু হারাগাছগামী পাকা রাস্তার উপর একটি যাত্রীবাহী CNG চালিত থ্রি-হুইলার থামিয়ে তল্লাশি করে চালকের বসার সিটের সামনে চালকের দুই পায়ের মাঝখানে সাদা বাজার করা ব্যাগের ভিতরে পুরাতন কাপড়ের টুকরা দ্বারা ঢেকে রাখা অবস্থায় ০৪টি পলিথিনের প্যাকেটের ভিতরে সর্বমোট ০৩ (তিন) কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় চালক অভিযুক্ত মোঃ জহুরুল ইসলাম (২৮) কে আটক করে পুলিশ। আটক জহুরুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার পাটিকাপাড়া গ্রামের মৃত সাইয়াকুল ছেলে ।
এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।