রংপুর জেলার গংগাচড়া মডেল থানায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
১১ জানুয়ারি রংপুর জেলার গংগাচড়া মডেল থানায় জেলা পুলিশ, রংপুরের আয়োজনে তিনশতাধিক শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম মহোদয়। আরো উপস্থিত ছিলেন এস এম রশিদুল হক, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), রংপুর রেঞ্জ, রংপুর; মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; মোঃ আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সর্কেল), রংপুর; রাফে সামদান হুসাইন মোঃ আদেল, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রংপুর রেঞ্জ, রংপুর; মোঃ মাসুমুর রহমান, অফিসার ইনচার্জ, গংগাচড়া মডেল থানা, রংপুরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।