রংপুর বিভাগ

রংপুর চেম্বার ও এফবিসিসিআই এর দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

১৩ জানুয়ারি ঠান্ডা বাতাসের দাপট আর ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে রংপুরের মানুষকে। শির শির বাতাস আর ঘন কুয়াশায় নাকাল রংপুরের জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল রংপুর চেম্বার ও এফবিসিসিআই।

রংপুর মহানগরীর রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি ও দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর যৌথ উদ্যোগে রংপুরের ৭০০ জন হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। রংপুর চেম্বারের পক্ষ থেকে ৪০০ কম্বল ও এফবিসিসিআই এর পক্ষ থেকে ৩০০ কম্বল সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের শীতার্ত মানুষের ভোগান্তি নিরসনের জন্য এসব কম্বল প্রদান করেন।

শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, রংপুর চেম্বারের চেম্বারের রিলিফ উপ-পরিষদের আহবায়ক ও ডাইরেক্টর মোঃ তাইফুর রহমান ও ডাইরেক্টরবৃন্দ যথাক্রমে আলহাজ্ব এমদাদুল হোসেন, মোঃ আজিজুল ইসলাম মুকুল, মোঃ সাইফুল আলম, মোঃ সানোয়ার হোসেন, মোঃ সামসুর রহমান কোয়েল, মোঃ দেলোয়ার হোসেন রিপন, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ রেজাউল ইসলাম রেজা, হাসান মাহবুব আখতার, খোন্দকার মাহমুদ ইলাহী (বিপ্লব) প্রমুখ।