রংপুর বিভাগ

রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান

রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-

ক) সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হলো ঃ

১. মেসার্স কালিকাপুর ব্রিকস ম্যানুফ্যাকচারার, কালিকাপুরডাংগা, মধুপুর, রংপুর

২. মেসার্স রাণী ব্রিকস, দামোদরপুর, গোপালপুর, শেখেরহাট, রংপুর।

৩. মেসার্স এবিসি-১ ব্রিকস, দামোদরপুর, গোপালপুর, শেখেরহাট, রংপুর।

৪. মেসার্স সুজন ব্রিকস (ঝইঈ), দামোদরপুর, শেখেরহাট, বদরগঞ্জ, রংপুর।

৫. মেসার্স ডিবিএল ব্রিকস, তালুক দামোদরপুর, শেখেরহাট, বদরগঞ্জ, রংপুর।

৬. মেসার্স ফোর স্টার ব্রিকস, তালুক দামোদরপুর, শেখেরহাট, বদরগঞ্জ, রংপুর।

৭. মেসার্স এএমবি-২ ব্রিকস, আমরুলবাড়ী, কালিরঘাট, বদরগঞ্জ, রংপুর।

৮. মেসার্স এএমবি ব্রিকস, আমরুলবাড়ী, বালাপাড়া, বদরগঞ্জ, রংপুর।

৯. মেসার্স একতা ব্রিকস, পাঠানের হাট, বদরগঞ্জ, রংপুর।

১০. মেসার্স টু-স্টার ব্রিকস, রাধানগর সরকার পাড়া, বদরগঞ্জ, রংপুর।

১১. মেসার্স এস এম এন ব্রিকস, লক্ষণপুর, সৈয়দপুর, নীলফামারী।

১২. মেসার্স আরএসবি ব্রিকস, চৌমুহনী বাজার, সৈয়দপুর, নীলফামারী।

১৩. মেসার্স রাধানগর ব্রিকস, রাধানগর, বদরগঞ্জ, রংপুর।

১৪. মেসার্স সততা ব্রিকস, রাধানগর, বদরগঞ্জ, রংপুর।

১৫. মেসার্স মাস্টার রহমতপুর সর্দারপাড়া ব্রিকস (গজঝ), উত্তর ট্যাক্সের হাট, বদরগঞ্জ, রংপুর।

১৬. মেসার্স মামুন সুইটস, বদরগঞ্জ বাজার, বদরগঞ্জ, রংপুর।

১৭. মেসার্স ননী গোপাল মিস্টান্ন ভান্ডার, বদরগঞ্জ, রংপুর।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।