রংপুর বিভাগ

রংপুর অঞ্চলে শীত মোকাবেলায় শীতার্তদের পাশে রয়েছে জেলা প্রশাসন – জেলা প্রশাসক

নগর প্রতিবেদক: রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেছেন, রংপুর অঞ্চলে শীত মোকাবেলায় শীতার্তদের পাশে রয়েছে জেলা প্রশাসন। রংপুর নগরীতে প্রায় ৪০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সিটি প্রেসক্লাব রংপুরের আয়োজনে স্থায়ী কার্যালয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জেলা প্রশাসন ছাড়াও সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ভাসমান জনগোষ্ঠির জন্য রাতে জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে শীতার্তদের কম্বল বিতরণ করছেন। উপজেলাগুলোতে নির্বাহী অফিসারদের শীতবস্ত্র বিতরণে নির্দেশনা দেয়া হয়েছে। অনেক বৃত্তবানরাও শীতার্তদের পাশে দাড়িয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় কেউ যেন শীতে কষ্ট না পায় সেজন্য জেলা প্রশাসন মনিটরিং করছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফকরুল শাহিন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সহ সভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক,
কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সাহিত্য সম্পাদক এস এম শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হাসান রাসেল, কার্যকরি সদস্য শাহ আলম, সদস্য শাহিদুর রহমান শাহিদ, আকতারুল জামান আকতার, নূর মোহাম্মদ, আমানত আলী, মৌসুমী শংকর, আল আমিন, আরমানুল হক প্রমুখ। পরে গরীব ও অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।