রংপুর বিভাগ

রংপুরে শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

রংপুর প্রতিনিধিঃ

কয়েকদিনের তুলনায় রংপুরে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দিনভর দেখা মিলছে না সূর্যের আর ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার সংমিশ্রণে বেড়েছে ঠান্ডার প্রকোপও। এমন পরিস্থিতিতে বুধবার বিকেল ৩:৩০টায় রংপুরের আদী মাহিগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনের তত্ত্বাবধানে, মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, মাহিগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ডা. তাজুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পাটোয়ারী মিঠু, মহানগর আওয়ামী লীগের সদস্য আবু সাদাত মোহাম্মদ শাওন, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন পাপ্পু। শীতবস্ত্র বিতরণ শেষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রংপুরের শীতার্ত মানুষের কাছে নেত্রীর উপহার আমরা পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন,গভীর রাতে রংপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে মহাননগর স্বেচ্ছাসেবক লীগ।

শীতবস্ত্র বিতরণকালে মহানগর শাখার সহ-সভাপতি শাহাদাৎ হোসেন লিখন বলেন, বঙ্গবন্ধু কন্যা তার সন্তানের জন্মদিনে একটি সংগঠন সৃষ্টি করে তার নাম দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছায় সেবা করার নিমিত্তেই এই সংগঠনের পথচলা। আমরা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ, নেত্রীর সেই স্বপ্ন পুরনে কাজ করে যাচ্ছি। স্বেচ্ছাসেবক লীগ শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়; অসহায় মানুষের পাশে বরাবরই ছিল, আছে থাকবে ইনশাআল্লাহ।

মাহিগঞ্জ মেট্রো থানা শাখার সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিমন বলেন, অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ জন্মলগ্ন থেকেই আছে। আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তারা আরও বলেন, মহানগরের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনের নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুশফিকুজ্জামান টিংকু, সহ-সভাপতি কামরুজ্জামান জুই, জসিম উদ্দিন, আশরাফুল আলম অপু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, ইমতিয়াজ ইসলাম সৌরভ, প্রচার সম্পাদক কান্ত বনিক, মো: শাজাহান সাজু, লিটন চন্দ্র রায়, শাকির আহমেদ মিলন, আরও উপস্থিত ছিলেন অত্র থানাধীন ২৯,৩০ ও ৩৩নং ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ