রংপুর বিভাগ

রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রদানে স্বেচ্ছাচারিতা, নিয়োগ পরীক্ষা স্থগিত

রংপুর প্রতিনিধিঃ রংপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের দাবি তুললে একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ স্থগিত ঘোষণা করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রেরিত প্রতিনিধি।

১৩ই অক্টোবর শুক্রবার রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ রাসুলপুর মোজাহারীয়া দাখিল মাদ্রাসার গবেষণাগার/ল্যাব সহকারি সৃষ্ট একটি পদের জনগণের দাবির মুখে নিয়োগ পরীক্ষা বাতিল করেন মাদ্রাসা নিয়োগ বোর্ডের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রেরিত প্রতিনিধি মোছাঃ মেহেরুন নেছা।

গত ২৬ শে জুলাই ২০২৩ তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় রাসুলপুর মোজাহারিয়া দাখিল মাদ্রাসার গবেষণাগার/ল্যাব সহকারি পদে নিয়োগ প্রদান করে প্রতিষ্ঠানটি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর হতেই উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের যোগসাজসে নিজেদের প্রার্থীকে চাকরি নিয়ে দেয়ার গুঞ্জন রটে সাথে অত্র মাদ্রাসার সুপার নিয়োগ সংক্রান্ত অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে এলাকাবাসীর সহ আরো কয়েকজন প্রার্থী লিখিত আকারে রংপুর জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে অবগত করে। লিখিত আবেদন করে ফলপ্রসূ না হওয়ায় পর মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়োগ বোর্ডের প্রেরিত মনোনীত প্রতিনিধির তারিখ অনুযায়ী ১৩ই অক্টোবর শুক্রবার নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করেন।

অভিযোগকারীরা জানান, এই নিয়োগ আবেদনের সাতজন আবেদন করলেও দুজনের আবেদন পরিপূর্ণ না থাকায় আবেদন বাতিল করা হয়। বাছাইয়ে পাঁচজনের আবেদন গ্রহণযোগ্যতা পেলেও ডাকযোগে পত্র পায় মাত্র তিনজন।

বাকি দুজন কোন প্রকার নিয়োগ পরীক্ষার পত্র না পাওয়ার কারণে ১৩ই অক্টোবর শুক্রবার মাদ্রাসার নিয়োগ বোর্ডের প্রেরিত প্রতিনিধিদের মাদ্রাসার সামনের রাস্তায় আটকিয়ে দেয় ভুক্তভোগী পদপ্রার্থী ও জনগণেরা।

মাদ্রাসা নিয়োগ বোর্ডের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রেরিত প্রতিনিধি মোছাঃ মেহেরুন নেছা পরবর্তীতে দুজন প্রার্থীর বক্তব্য শুনে ও মাদ্রাসা সুপারের প্রার্থীদের সঠিকভাবে না জানানো কারন উল্লেখ করে তাৎক্ষণিক মৌখিক ভাবে নিয়োগ প্রদানের পরীক্ষা স্থগিত করনের ঘোষণা প্রদান করেন, এবং এই পরীক্ষা সকল নীতিমালা মেনে এবং সকল প্রার্থীকে সঠিক সময়ে জানানোর ব্যবস্থা করে নভেম্বর ২০২৩ ইং এর দ্বিতীয় সপ্তাহে নেয়ার ব্যবস্থা তৈরি করতে মাদ্রাসা সুপারকে অবগত করেন।

এ ব্যাপারে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট মোঃ শামছুল ইসলাম সরকার’কে জিজ্ঞাসা করা হলে, তিনি সকল প্রার্থীকে সঠিকভাবে রেজিস্ট্রি করে চিঠি প্রদান করেছে বলে জানান এবং কেন বাকি প্রার্থী প্রেরিত চিঠি পায়নি, তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন।