রংপুরে র্যাবের চেকপোস্টে ৫৫ কেজি গাজা আটক
অভিনব কায়দায় পিক আপে মাদক পরিবহনকালে র্যাব ১৩র গোয়েন্দাদল শুক্রবার সকালে নগরীর মডার্ন মোড় এলাকা হতে প্রায় ৫৫ কেজি গাজা আটক করেছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী বাসা বাড়ির মালামাল পরিবহনের ছদ্মবেশে মাদক কারবারিরা পিক আপ ভ্যান যোগে গাজা পরিবহন করছিলো৷ এসময়, র্যাবের চেকপোস্টে তাদের চ্যালেঞ্জ করা হলে পিক আপ এ রক্ষিত ৩ টি ওয়ার্ডরোবের ভেতর থেকে প্রায় ৫৫ কেজি গাজা উদ্ধার করা হয় এবং ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়৷
এসংক্রান্ত মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান আছে। উল্লেখ্য, আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে দেশব্যাপী র্যাব এর টহল জোরদার করা হয়েছে ।