রংপুর বিভাগ

রংপুরে মাদক সহ গ্রেফতার ৩

নগর প্রতিনিধি ।। রংপুর মহানগর কোতয়ালী থানা এলাকা হতে ২৫৪ বোতল ফেন্সিডিল এবং ০১টি প্রাইভেটকার জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৩ ফেব্রুয়ারী রাতে র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর তাজহাট থানাধীন মডার্ণ মোড় দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীদের প্রাইভেটকার তল্লাশী করে ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত ২৫৪ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেটকার জব্দসহ করে।

এসময় মাদক ব্যবসায়ী মোঃ সুমন সরকার (৩৭) মোঃ ফারুক হোসেন, উভয় পিতা-মোঃ অহিজুল ইসলাম ও মোঃ রওশন আলী (৪২), পিতা-মৃত ছোরাপ আলী, সর্বসাং-গাড়াগ্রাম খামার পাড়া, পোষ্ট: গাড়াগ্রাম খামার পাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব ।