রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা
নগর প্রতিবেদক : আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় ও পায়রা চত্বর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, একই ফ্রিজে রান্না ও বাসি খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত হোটেল প্যালেসকে সাত হাজার টাকা, গ্র্যান্ড হোটেল এলাকায় অবস্থিত স্বপ্ন সুপারশপকে এমআরপি বিহীন প্যাকেটজাত পণ্য বিক্রির অপরাধে আট হাজার টাকা এবং পায়রা চত্বর এলাকায় অবস্থিত আল মদিনা শো রুমকে অতিরিক্ত দামে কাপড় বিক্রির অপরাধে ৫০ হাজার টাকাসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাসসকে জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।