রংপুরে বিএনপির কালো পতাকা মিছিল
রংপুর প্রতিনিধিঃ বি এন পির কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী রংপুরেও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি কালো পতাকার মিছিল জাহাজ কোম্পানী মোড় প্রদক্ষিন করে গ্র্যান্ড হোটেল মোড়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান ছাড়াও বিএনপি নেতা সামসুজ্জমান সামু ও নাজু বক্তব্য প্রদান করে।
এসময় রংপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।