রংপুরে নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধিঃরংপুর নগরীর ১২ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সম্প্রতি নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন তারা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। নিয়োগ বানিজ্যের অভিযোগে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন চাকুরী প্রত্যাশী সহ এলাকার জনসাধারণ ।
বিদ্যালয়ের একাধিক সমস্যা নিয়ে ও নিয়োগ প্রকাশিত করেন বর্তমান ম্যানেজিং কমিটি। সম্প্রতি নৈশ্য প্রহরী, আয়া ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রকাশিত করে দরদামে মেতে উঠেছে বলে অভিযোগ করেন।
চাকরি প্রত্যাশী সামছুজ্জামান “দৈনিক আলোকিত সকাল”কে জানান, রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পদে আশিস দীর্ঘদিন থেকে অস্থায়ীভাবে ঝাড়ুদারের কাজ করলে ও প্রকাশিত হয়নি তার নিয়োগ।
বর্তমান সভাপতি শামসুদ্দিন আজাদ নিজের বোনকে আয়া পদে নিতে জোর তৎপরতা চালাচ্ছেন, অভিযোগ পত্রে আরো উল্লেখ্য করেন যে নৈশ্য প্রহরীর ব্যাপারে যে বেশী টাকা দিবে সে নিয়োগ পাবে বলে প্রচার প্রচারনা করে একই পদে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহন করছে।
আরো জানা যায়, বিগত দিনে অনেক ছাত্রী ছাত্রী থাকলে ও বর্তমানে রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের বেহাল দশা, যেন দেখার মতো কেই নেই।
অন্যদিকে সভাপতির বোন রোকসানা বেগমের বয়স ৪০ পেরিয়ে গেলেও তার কাজগপত্র নতুন করে তৈরী করে আয়া পদে আবেদনপত্র জমা দিয়েছে বলে অভিযোগ করেন এবং রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সকল প্রকার নিয়োগ বানিজ্য, দূর্নীতি ও নানান অনিয়মগুলোর বিরুদ্ধে তদন্তের দাবী করেন চাকুরী প্রত্যাশী ও এলাকার জনসাধারণ ।