রংপুরে দূর্গা উৎসবের শৃঙ্খলা রক্ষায় ৩৫ হাজার আনসার ভিডিপি মোতায়েন
শারদীয় দূর্গা উৎসবে শান্তি শৃঙ্খলা রক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলায় ৩৫ হাজার ৭শ ৬৮জন প্রশিক্ষিত আনসার/ভিডিপির সদস্য শৃঙ্খলা রক্ষার কাছে দায়িত্ব পালন করছেন ১৯শে অক্টোবর হতে ২৪শে অক্টোবর পর্যন্ত ৬দিন রংপুর বিভাগের ৮টি জেলার ৫৫৭৬টি পূজা মন্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি)’র সদস্যরা বাংলাদেশ পুলিশকে সহায়তার মাধ্যমে আইন শৃংখলার রক্ষার কাজে দায়িত্ব পালন করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ,বিভিএম,পিভিএমএস,নির্দেশনায় বিভাগের আনসার/ভিডিপির জেলা কমান্ড্যান্টগন পূজা মন্ডপের জন্য শারীরিক যোগ্যতা সম্পন্ন যোগ্যতার ভিত্তিতে বাছাই করে বাছাইকৃত আনসার/ভিডিপি সদস্যদের ঝুকিপূর্ন মন্ডপে ১জন পিসি একজন এপিসি ৪ জন পুরুষ ও ২ জন মহিলা ভিডিপি সহ ৮জন,কম ঝুকিপূর্ণ মন্ডপে ১জন পিসি,৩জন পুরুষ ও ২ জন মহিলা ভিডিপি সহ ৬জন ও সাধারণ মন্ডপে ১জন এপিসি ১ পুরুষ,২জন করে মহিলা সহ ৪জন ভিডিপি সদস্য দায়িত্ব পালনে রয়েছে।
উল্লেখ্য রংপুর জেলা ৯৫৭টি মন্ডপের জন্য ৫৯২৬জন আনসার/ভিডিপি এর সদস্য,কুঁড়িগ্রাম জেলার ৫৫৩ টি মন্ডপের জন্য ৩৫২৮জন , লালমনিরহাট জেলা ৪৭৩টি মন্ডপের জন্য ৩০৭৬জন,গাইবান্ধা জেলা ৬৩৬টি মন্ডপের জন্য ৪০৩৮জন,নীলফামারি জেলা ৮৮৭টি মন্ডপের জন্য ৫৬৩৮জন,দিনাজপুর জেলা ১২৯১টি মন্ডপের জন্য ৮৪৪০ জন,ঠাঁকুরগাও জেলা ৪৭৭টি মন্ডপের জন্য ৩১৫৪ জন প গড় জেলা ৩০২টি মন্ডপের জন্য ১৯৬৮জন মোট: ৩৫৭৬৮ জন আনসার ভিডিপি সদস্য শান্তি শৃঙ্খলার কাজ করে যাচ্ছেন।
রংপুর রেঞ্জ পরিচালক শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত হওয়ার প্রাক্কালে আনসার ভিডিপি সদস্যদের মাঝে আইন শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্রদান করেন এবং আনসার ভিডিপিদের দায়িত্বে থাকা কালীন সময় ডিউটি পরিদর্শন ও তদারকিও পালন করবেন বলে সূত্রে প্রকাশ।