রংপুরে দিন ভর বৃষ্টিতে কৃষকের আনন্দ
বিশেষ প্রতিনিধি ।। রংপুরে দিন ভর বৃষ্টিতে ফসলি জমিতে পানি জমেছে এতে কৃষকরা অনেক আনন্দিত তারা বলছেন, কয়েকদিন আগে আমন ধানের চারা রোপন করেছি। রোদে এক প্রকার পুড়ে যাচ্ছিল বেচন তলা এ বৃষ্টিতে এখন বেশি পানি দিতে হবেনা । তবে শাকসবজি নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা।
সোমবার রংপুর নগরীর তামপাট, মাহিগঞ্জ, সাতমাথা বালাটারি, নব্দীগঞ্জ, পীরগাছার দেউতি ও জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে একই তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতি নগরী ছাড়াও মিঠাপুকুর, পীরগাছা, কাউনিয়া, হারাগাছ, গঙ্গাচড়া, বদরগঞ্জ, শ্যামপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা গেছে। কৃষকরা বলছেন, আর কয়েকদিন আগে এই বৃষ্টি হলে আরও ভাল হত।
এদিকে আজকের বৃষ্টিতে রংপুরের পাট চাষিরাও খুব খুশি। গত বছর পাটের ভাল দাম পায়নি পাট চাষিরা। রংপুরে এখনও পাট জাগ দেয়া হয় পানিতেই, পানির অভাবে কৃষক পাট জাগ দিতে পারছিল না। এবার শ্রাবণে বৃষ্টির অভাবে অনেক পাট চাষিই সঠিক সময়ে পাট জাগ দিতে পারেনি। এখন কিছুটা বৃষ্টি হওয়ায় আটকে পরা পানিতে পাট জাগ দিতে ব্যস্ত হয়েছে কৃষক।
রংপুর নগরীর অনেক রাস্তাঘাটে পানি উঠতে দেখা গেছে সাথে শাকসবজি পাশাপাশি এই বৃষ্টিতে মরিচ-পেয়াজের ঝাঁজ আবার বাড়তে পারে বলে আশংকা করছে ক্রেতারা।
রংপুর আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল টানা বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগে। সোমবার পর রংপুরসহ উত্তরাঞ্চলে বৃষ্টির প্রভাব আরো ২দিন থাকার সম্ভবনা রয়েছে বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা আরও একটু কমে আসবে।