রংপুর বিভাগ

রংপুরে ডিবি’র অভিযানে ৩৬ বোতল ফেন্সিডিলসহ আটক ২

রংপুর প্রতিনিধিঃ শুক্রবার ২৯ নভেম্বর বিকালে রংপুর জেলা ডিবি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপি’র পূর্ব ইচলী মৌজাস্থ জনৈক আরিফুল ইসলামের হার্ডওয়্যার দোকানের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর একটি পুরাতন লাল-কালো রংয়ের DAYANG BULET-100cc মোটরসাইকেল যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-হ-২৪-৩৭৮৪ আটক পূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে মাদক ফেন্সিডিলসহ ২ জন কে আটক করে ডিবি পুলিশ।

এসময় চালকের পিছনের সিটে বসা অভিযুক্ত ১। অবিনাশ চন্দ্র (২২), পিতা- মৃত রশিক চন্দ্র, সাং-বৈরাতি, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এর পিঠে থাকা একটি কালো রংয়ের ট্রাভেলিং ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ৩৬ (ছত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন। ১নং অভিযুক্তসহ অভিযুক্ত (চালক) ২। মোঃ আঃ রহিম (৩৬), পিতা- মৃত নেছার উদ্দিন, সাং- দলগ্রাম, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন।

এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।