রংপুরে ট্রাক থেকে ১১৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার
৩১ডিসেম্বর রাতকে কেন্দ্র করে রংপুরে মাদক নির্মূলে র্যাবের সাঁড়াশী অভিযান। পাথর বোঝাই ট্রাক হতে ১১৪৩ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল বহুদিন যাবৎ অনুসরণ করতে থাকা ১ জন মাদক ব্যবসায়ীকে অভিনব কায়দায় পাথর বোঝাই ট্রাকে ১১৪৩ বোতল ফেন্সিডিলসহ মাদক বহনকালে সনাক্ত করে এবং তৎক্ষনাৎ রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামনে পাকা রাস্তার উপর পাথর বোঝাই ট্রাক থামিয়ে ১১৪৩ বোতল ফেন্সিডিলসহ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ইসলামনগর গ্রামের নবিউল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম(২০) কে গ্রেফতার করে র্যাব।
র্যাব ১৩ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাব অধিনায়ক আরাফাত ইসলাম এর পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া ) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
তিনি জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম(২০) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।