রংপুরে জাতীয় বাজেট প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
রংপুরে রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সাধারণ সম্পাদক হাসানুর রহমান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার যৌথ আয়োজন আজ বৃহষ্পতিবার (২৯ ফ্রেব্রুয়ারি) রংপুরের ব্রাক লার্নিং সেন্টার সভাকক্ষে বিভাগীয় পর্যায়ে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় বাজেট প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনায় বিভিন্ন সংগঠনের বক্তারা বক্তব্য রাখেন, বিকাশ প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি শ্রী ক্ষিতিশ চন্দ্র রায়, সমতা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি নিরঞ্জন রায়, পরশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আতিয়ার রহমান অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ—সভাপতি মোঃ জাকির হোসেন, অনির্বান সংস্থার সভাপতি মোঃ রাইসুল ইসলাম, সবুজ প্রেরণা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মোঃ নজরুল ইসলাম, দৃষ্টি সংস্থার নির্বাহী পরিচালক আশিক ইকবাল, জাগরণ প্রতিবন্ধী নারী ও শিশু এর সভাপতি মোছাঃ খাদিজা পারভীন প্রমুখ।
সকল বক্তার দাবী যে প্রতিবন্ধী সন্তানদের স্কুলমুখী করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রতিবন্ধী ছাত্র—ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করা জরুরি প্রতিবন্ধী ব্যক্তিদের সংস্থাদের অনুদান প্রদান করা উচিত সেই সঙ্গে মানসম্পন্ন সহায়ক দ্রব্য প্রদান খাতে আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। সবশেষে রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি মোঃ নুর আলমের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।