রংপুরে গীতিকবি সংসদের ইফতার মাহফিল
নগর প্রতিবেদক : বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত রংপুর অঞ্চলের গীতিকারদের নিয়ে সংগঠন গীতিকবি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর জেলা শিল্পকলা একাডেমির ক্যাফেটেরিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে দেশের কল্যাণ, সমৃদ্ধি ও স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা এবং জুলাই বিপ্লবের শহীদের রুহের শান্তি কামনা করে দোয়া করা হয়।
ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আব্দুর রহিম। গীতিকবি সংসদ রংপুর অঞ্চলের আহবায়ক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গীতিকার ও ঠাকুরগাঁও বেতারের আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, গীতিকবি সংসদ রংপুর অঞ্চলের সাবেক সভাপতি এস এম খলিল বাবু ও ইফতার উপ-কমিটির সদস্য সচিব রেজাউল করিম জীবন।
আলোচনা শেষে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক, রংপুর শাখা জামে মসজিদের ঈমাম মাওলানা ইউসুফ আলী রাজু।
পরে গীতিকবি সংসদ রংপুর অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুর রহিম ও সুরকার শুকুরুল্লাহসহ সব প্রয়াতের রুহের মাগফেরাত কামনা ও গীতিকার প্রফেসর মোহাম্মদ শাহ আলমের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে রংপুরের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীগণ অংশ নেন।