রংপুরে গার্ল-ইন স্কাউট উপদলনেতা কোর্স অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধিঃগার্ল-ইন স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে ও গার্ল-ইন স্কাউটিংয়ে মেয়েদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের ব্যবস্থাপনায় ও রংপুর জেলা স্কাউটসের আয়োজনে নগরীর শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত গার্ল ইন স্কাউটিং উপদল নেতা প্রশিক্ষণ কোর্স সনদপত্র বিতরণের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে।
গত ২৭ জানুয়ারি শুরুয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত ৪দিন ব্যাপী এই কোর্স অনুষ্ঠিত হয়। গার্লইন স্কাউট সদস্যরা এতে আবাশিকভাবে অবস্থান করে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এই কোর্সে অংশগ্রহণকারী স্কাউটদের আত্মউন্নয়ন, সমাজ সেবায় অংশগ্রহণের মনোভাব তৈরি, নেতৃত্ব দানের গুণাবলী অর্জন এবং দক্ষতা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। রংপুর জেলার বিভিন্ন উপজেলার ৪০ জন গার্লস ইন স্কাউট এতে অংশ নেন