রংপুর বিভাগ

রংপুরে আদিবাসী শিশুদের শিক্ষা সহায়তা প্রকল্পের শুভ উদ্বোধন

রংপুরের খবর ডেস্কঃ বাংলাদেশের প্রান্তিক ও পিছিয়ে থাকা আদিবাসী শিশুদের শিক্ষার মানোন্নয়ন এবং সমান সুযোগ প্রদানের লক্ষ্যে “আদিবাসী শিশুদের নিয়ে শিক্ষা সহায়তা প্রকল্প (২য় পর্যায়)” এর শুভ উদ্বোধন আজ অনুষ্ঠিত হয়েছে। পহেলা ডিসেম্বর ২০২৪ ইং ০২ নং রানীপুকুর, বলদীপুকুরের স্বপ্নচূড়া ফাউন্ডেশন কার্যালয়ে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা প্রকল্প (০২ পর্যায়) ১০ টি শিক্ষা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয় এ প্রকল্পটি সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের সার্বিক বিকাশের লক্ষ্যে গ্রহণ করা একটি যুগান্তকারী পদক্ষেপ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. মাইকেল কুজুর, সাবেক,রিজিওনাল, রিপ্রেজেনটেটিভ, দ্যা লেপ্রসি মিশন বাংলাদেশ। তিনি বলেন, “শিক্ষা কেবল একটি অধিকার নয়, এটি একটি শক্তি, যা জীবন পরিবর্তন করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে আদিবাসী শিশুদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তাদের সঠিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মি. রনজিত কেরকেটা, এরিয়া ম্যানেজার, এসআইএল,বাংলাদেশ, মিঠাপুকুর, রংপুর। যাঁরা প্রকল্পের তাৎপর্য ও প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এই প্রকল্পটি শুধু শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি করবে না, বরং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।

আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পলাশ টপ্য, প্রকল্প পরিচালক, শিক্ষা সহায়তা প্রকল্প (২য় পর্যায়), স্বপ্নচূড়া ফাউন্ডেশন, মিঠাপুকুর, রংপুর। রিমিস কেরকেটা, উপদেষ্টা, ০২,০৩ ও ০৭ নং ইউনিয়ন আদিবাসী সংগঠন,বলদীপুকুর,মিঠাপুকুর, রংপুর। বাবু. রুমন টপ্য, দপ্তর সম্পাদক, স্বপ্নচূড়া ফাউন্ডেশন, মিঠাপুকুর, রংপুর প্রমুখ।

প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম
এই প্রকল্পটি বিশেষভাবে আদিবাসী শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, তাদের শিক্ষাগত প্রয়োজন মেটানো এবং শিক্ষা কার্যক্রমে সম্পূর্ণ অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।
১. শিক্ষা উপকরণ প্রদান: বিদ্যালয়ের প্রয়োজনীয় সামগ্রী যেমন বই, খাতা, কলম, এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রদান করা।
২. বৃত্তি প্রদান: মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য নিয়মিত আর্থিক সহায়তা প্রদান।
৩. শিক্ষা সেবা কেন্দ্র স্থাপন: যেখানে ছাত্রছাত্রীরা বিনামূল্যে পাঠ্য সহায়তা পাবে।
৪. শিক্ষকদের প্রশিক্ষণ: আদিবাসী সম্প্রদায়ের প্রেক্ষাপটে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি প্রয়োগের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া।
৫. সচেতনতা বৃদ্ধি কর্মসূচি: স্থানীয় অভিভাবকদের মধ্যে শিক্ষার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি।

উদ্যোগের অর্থায়ন ও অংশীদারিত্ব এই প্রকল্পটি স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর উদ্যোগে পরিচালনা এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। যা বিগত নভেম্বর ২০২৩ ০১ বছেরর শিক্ষা সহায়তা প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রকল্পটি শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে এটির আওতায় আরও অনেক স্কুল এবং শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি কারিগরি শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চালু করারও পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা বলেন, “আমরা বিশ্বাস করি, এ প্রকল্পটি আদিবাসী শিশুদের জীবনযাত্রায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে এবং তাদের শিক্ষা গ্রহণের পথ সুগম করবে। এই উদ্যোগটি শুধু একটি প্রকল্প নয়, বরং একটি সামাজিক পরিবর্তনের সূচনা।”